thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

ফুকনারের কাছে হারল ইংল্যান্ড

২০১৪ জানুয়ারি ১৭ ১৭:২৭:৩০
ফুকনারের কাছে হারল ইংল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ‍দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। জেমস ফুকনারের হার না মান হাফসেঞ্চুরিতে এক উইকেটে জিতেছে স্বাগতিকরা।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে অস্ট্রেলিয়ান বোলারদের নাভিশ্বাস তুলেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। সেঞ্চুরি পেয়েছেন ইয়ন মর্গান। ফুকনারের বলে ক্যাচ আউট হওয়ার আগে ১০৬ রানের দৃষ্টিনন্দন ইংনিস খেলেছেন তিনি।

রানআউট হয়েছেন বেল। তবে সাজঘরে ফেরার আগে ৬৮ রান এসেছে তার ব্যাট থেকে। এ ছাড়া জোস বাটলার ৪৯, রবি বোপারা ২৪ ও অধিনায়ক অ্যালিস্টার কুক ২২ রান করেছেন। ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করায় ৮ উইকেটে ৩০০ রান করেছে ইংল্যান্ড। ২টি করে উইকেট পেয়েছেন কাটলার-নেইল, ফুকনার ও ম্যাক্সওয়েল।

জবাবে দারুণ লড়াই করেছে অস্ট্রেলিয়া। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৩২ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন ফিঞ্চ। আর ব্যক্তিগত ১৮ রানে প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

তবে শুরুর ধাক্কা সামলে মধ্যে প্রতিরোধ গড়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। শন মার্শ ৫২, ম্যাক্সওয়েল ৫৪, হাডিন ২৬ ও বেইল ২৪ রান করেছেন। অবশ্য তাদের বিদায়ের পরও দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছেন ফুকনার। একাই বুক চিতিয়ে লড়েছেন তিনি। বৃথা যায়নি তার প্রচেষ্টা। অপরাজিত ৬৯ রান করেছেন তিনি। আর তার দল জিতেছে ১ উইকেটে।

এ জয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : ৩০০/৮ (ওভার ৫০)

অস্ট্রেলিয়া : ৩০১/৯ (ওভার ৪৯.৩)

ফল : অস্ট্রেলিয়া এক উইকেটে জয়ী

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর