thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিসিএলের দ্বিতীয় ম্যাচ শুরু শনিবার

২০১৪ জানুয়ারি ১৭ ১৮:২২:১২
বিসিএলের দ্বিতীয় ম্যাচ শুরু শনিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় ৪ দিনের ম্যাচ শুরু হবে শনিবার। সকাল ৯টায় বিকেএসপি-২ মাঠে মুখোমুখি হবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। আর একই সময় বিকেএসপি-৩ মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।

লিগের এ ম্যাচগুলো শেষে এখন আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। সামনে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রয়েছে। সিরিজ শেষে ফেব্রুয়ারি-মার্চে হবে এশিয়া কাপ। ৫ দল নিয়ে এশিয়া কাপের আসর শেষে দেশের মাটিতে হবে টোয়েন্টি২০ বিশ্বকাপ। স্বল্প আসরের বিশ্বকাপ শেষ হলে আবার মাঠে গড়াবে বিসিএল।

লিগের প্রথম ম্যাচ শেষে সব দলই ড্র’র স্বাদ পেয়েছে। তবে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। বোনাস পয়েন্টসহ ২ দলই ৫ পয়েন্ট করে পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে পূর্বাঞ্চল। দলটি বোনাসসহ ৩ পয়েন্ট পেয়েছে। আর সবার নিচে রয়েছে উত্তরাঞ্চল। তাদের পয়েন্ট ২।

৪ দলের লিগে এবার প্রতিটি দল পরস্পরের বিপক্ষে একবার করে খেলার সুযোগ পাবে। অর্থাৎ একেক দলের ৩টি করে ম্যাচ হবে। এরপর পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা ২টি দল খেলবে ফাইনাল ম্যাচে। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ৫দিনের।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ এনআই/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর