thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৪ জানুয়ারি ১৭ ১৮:৩৬:০৩
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় রাজারহাট ও উলিপুর উপজেলায় দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় নিহত একজন ঘটনাস্থলে ও অপরজন কুড়িগ্রাম সদর হাসপাতালে মারা যান।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জালাল মিয়া (২৮), তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি গ্রামে ও আব্দুল গণি মুন্সী (৭৫), তার বাড়ি উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নে।

মটরসাইকেলে করে শুক্রবার ভোররাতে রংপুর যাওয়ার পথে রাজারহাট উপজেলার সিংগারডাবরী নামক স্থানে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জালাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে, শুক্রবার সকালে উলিপুর উপজেলার পাঁচপীর এলাকায় মাহেন্দ্রর ধাক্কায় আব্দুল গণি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/জেআই/এফএস/এসকে/ আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর