thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জামালের জয়

২০১৪ জানুয়ারি ১৭ ১৯:৪৭:৫০
জামালের জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : কাগজে-কলমে চলতি মৌসুমে সবচেয়ে শক্তিশালী দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও একেবারে ফেলনা না। বছরের প্রথম আসর ফেডারেশন কাপের ফাইনালে লড়াই হয়েছিল ২ দলের। ওই ম্যাচে জয় পেয়েছিল হলুদ-নীল শিবির। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২ হেভিওয়েটের লড়াইয়েও জয় পেয়েছে শেখ জামাল। অল-রেডদের ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে যোসেফ আফুসির শিষ্যরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধে লড়াই হয়েছে সামানে সমান। এ অর্ধে ২দলই একটি করে পেনাল্টি পেয়েছে। সুযোগ কাজে লাগিয়েছে জামাল; ব্যর্থ হয়েছে মক্তিযোদ্ধা। ১৭ মিনিটে প্রথমে পেনাল্টি পেয়েছিল মুক্তিযোদ্ধা। বক্সের মাধ্যে নাইজেরিয়ান ফরোয়ার্ড নখোচা কিংসলে শট নিলে বল আটকাতে গেছেন জামালের গোলরক্ষক জিয়াউর রহমান জিয়া। কিন্তু তার বাধা বিধিসম্মত না হওয়ায় পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি তৈয়ব হাসান। স্পট কিক থেকে এলিটা কিংসলের শটে বল জালে জড়ালেও গোলের বাঁশি না দিয়ে ফের শট নিতে বলেছেন তৈয়ব। এলিটা শট নেওয়ার সময় বক্সে মুক্তিযোদ্ধার ফুটবলাররা ঢুকে পড়ায় গোল বাতিল করেছেন রেফারি। পরে এলিটার দ্বিতীয় শট ফিরে এসেছে পোস্টে লেগে। এ নাটক শেষ হতে না হতেই ২২ মিনিটে মুক্তিযোদ্ধার বিপক্ষে পেনাল্টির নির্দেশ দিয়েছেন তৈয়ব। বক্সের মাধ্যে জামালের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসনকে অবৈধভাবে বাধা দিয়েছেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। পেনাল্টি থেকে ওয়েডসনের শট এগিয়ে দিয়েছেন শেখ জামালকে (১-০)।

বিরতির পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধের শুরুতে ডি বক্সের বাইরে ফ্রি কিক পেয়েও জামালের রক্ষণ দেয়ালের বাধা পেরিয়ে সমতায় ফেরা হয়নি অল-রেডদের। পরে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকলেও কোনো দলই গোল পায়নি।

এ জয়ে খুশি শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা লাকি নই। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। জয়ে পেয়েছি। এতে খুশি। পেনাল্টি খেলারই একটি অংশ। ২টি পেনাল্টিই আমার মনে হয়েছে রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল।’

অন্যদিকে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, ‘আমরা যে পেনাল্টি পেয়েছিলাম সেটি রেফারির সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু রেফারির গোল বাতিলের সিদ্ধান্ত মানতে পারছি না। কাকতালীয়ভাবে আমার দলের বিপক্ষে রেফারি তৈয়ব হাসান বাঁশি বাজান। এটা তিনি কেন করেছেন জানি না।’

৪ ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে শেখ জামাল। সমান ম্যাচে ৩ জয় ও এক ম্যাচ হেরে ৯ পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে শেখ রাসেল। অন্যদিকে ৪ ম্যাচে ২ পরাজয়, এক জয় এবং এক ড্রতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ এনআই/জানুয়ারি ১৭,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর