thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কোনো উইকেট হারায়নি পাকিস্তান

২০১৪ জানুয়ারি ১৭ ২০:১০:৪৩
কোনো উইকেট হারায়নি পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক : তৃতীয় টেস্টের শেষ বিকেলে প্রথম ইনিংসে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে তাদের সংগ্রহ ১৯।

আগের দিন ৫ উইকেট হারিয়ে ২২০ রান করা শ্রীলঙ্কা দ্বিতীয় দিন ৪ উইকেটে করেছে ৪২৮ রান। আর বিশাল স্কোর গড়ার পরই প্রথম ইনিংস ঘোষণা করেছে লঙ্কানরা (৪২৮/৯)।

অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ২ লঙ্কান ক্রিকেটার। তারা হলেন দিলরুওয়ান পেরেরা (৯৫) ও অ্যাঞ্জেলো ম্যাথুস (৯১)। এ ছাড়া ৫২ রান করেছেন কুমার সাঙ্গাকারা।

তবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অবিচ্ছিন্ন থেকেই দিনের খেলা শেষ করেছে পাকিস্তানের উদ্বোধনী জুটি। ১৪ রানে ব্যাট করছেন খুররম মাঞ্জুর। অপরপ্রান্তে ৫ রানে অপরাজিত রয়েছেন আহমেদ শেহজাদ।

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর