thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

আলোকিতদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বিকেল

২০১৪ জানুয়ারি ১৮ ০৩:৪৫:৩৮
আলোকিতদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বিকেল

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে দেশের শীর্ষস্থানীয় কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে এক মনোমুগ্ধকর বিকেল অতিবাহিত করেন।

গণভবনের সবুজ চত্বর বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল তারকাদের প্রাণবন্ত উপস্থিতিতে সরব হয়ে উঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকাল ৩টা ৩৭ মিনিটে ধুসর রঙের নকশা আঁকা শাড়ি পরে গণভবনের দক্ষিণ লনে আসেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে আলাপ করেন এবং হেঁটে হেঁটে তাদের খোঁজ-খবর নেন ও কুশল বিনিময় করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) সূত্রে এ খবর জানা গেছে।

শেখ হাসিনা আগত অতিথিদের সঙ্গে গল্প-গুজব করেন এবং দেশাত্মবোধক গান, লোকসঙ্গীত ও কবিতা আবৃত্তি শুনে কিছু স্মরণীয় মুহূর্ত অতিবাহিত করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও তার বড় বোনের সঙ্গে এ অনুষ্ঠানে যোগ দিয়ে খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে কথা বলেন ও খোঁজ-খবর নেন।

দেশের শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী ও কবিরা গণভবনের দক্ষিণ পাশে স্থাপিত মঞ্চে গান ও কবিতা পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা এবং জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সঙ্গে নিয়ে মঞ্চের সামনের চেয়ারে বসে বেশ কয়েকটি মনোমুগ্ধকর সঙ্গীত ও কবিতা উপভোগ করেন।

অনুষ্ঠানে যারা কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন তাদের মধ্যে ছিলেন- সুবীর নন্দী, রফিকুল আলম, পাপিয়া সারোয়ার, আসাদুজ্জামান নূর, ড. কামাল আবদুল নাসের চৌধুরী, চঞ্চল মাহমুদ, লিয়াকত আলী লাকি, তারানা হালিম, হাসান আরিফ, হাসান আবিদুর রেজা জুয়েল, নবনীতা চৌধুরী, অনিমেষ কর এবং কৌশিক হোসেন তাপস।

‘ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদেরি বসুন্ধরা’ গানটি সম্মিলিতভাবে গাওয়ার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু এ ধরনের মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং রাষ্ট্র পরিচালনায় তার অব্যাহত সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে অতিথিদের বিভিন্ন ধরনের দেশীয় পিঠা, যেমন- পাটিশাপটা, ভাঁপা ও চিতোই এবং কাবাব, পরোটা, নান রুটি, মিষ্টি, চা ও কফি পরিবেশন করা হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অন্যদের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন, বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রাণ গোপাল দত্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. হারুনূর রশীদ, ঢাবি প্রফেসর ড. গোলাম রহমান, লেখক সৈয়দ শামসুল হক ও ডা. আনোয়ারা সৈয়দ হক, সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলন, হাসান শাহারিয়ার, জগলুল আহমেদ চৌধুরী, শফিকুর রহমান, ও ফরিদ আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, সংবাদ সম্পাদক আলতামাস কবীর, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম, শাহিন রেজা নূর, জোবায়ের আহমেদ ও মাসুদা ভাট্টি, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, আমাদের অর্থনীতি সম্পাদক নাইমুল ইসলাম খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, ছড়াকার লুৎফর রহমান রিটন, অভিনেতা আলী যাকের, সারা যাকের ও পীযূষ বন্দ্যোপাধ্যায়, কবি অসীম সাহা, ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস ও ডা. আবদুন নূর তুষার, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ ও বাংলাদেশ ইন্স্যুরেন্স সমিতির সভাপতি শেখ কবির হোসেন অংশ নেন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, ড. মশিউর রহমান, ড. গওহর রিজভী, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ও সতীশ চন্দ্র রায়, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এমপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

(দ্য রিপোর্ট/বিকে/এমসি/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর