thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সোমবারের কর্মসূচি সফলের আহ্বান জামায়াতের

২০১৪ জানুয়ারি ১৮ ১৯:৪৭:৫৯
সোমবারের কর্মসূচি সফলের আহ্বান জামায়াতের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোট ঘোষিত গণসমাবেশ এবং দেশের সকল মহানগরী, জেলা-উপজেলা পর্যায়ে গণসমাবেশ ও শোভাযাত্রা কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।
ডা. শফিকুর দাবি করেন, ৫ জানুয়ারির একদলীয় প্রহসনের নির্বাচন জনগণ সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার অবৈধ ও অগণতান্ত্রিক। গণবিচ্ছিন্ন এ সরকার মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে থাকার নেশায় জুলুম-নির্যাতন চালাচ্ছে।’

তিনি বলেন, জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ ঐক্যবদ্ধ। জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত জনসমর্থনহীন সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোট ঘোষিত সোমবারের কর্মসূচি সফল করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/কেএ/এপি/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)







পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর