thereport24.com
ঢাকা, শনিবার, ২ আগস্ট 25, ১৮ শ্রাবণ ১৪৩২,  ৭ সফর 1447

গুঞ্জনের জবাবে সম্পদের হিসাব দিলেন নাহিদ

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১১:১৪:৫৬
গুঞ্জনের জবাবে সম্পদের হিসাব দিলেন নাহিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক:উপদেষ্টা হওয়ার পর কত সম্পদের মালিক হয়েছেনঅন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জনের মধ্যেনিজের সম্পদের হিসাব সবার জন্য প্রকাশ করে দিয়েছেনতিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজেরভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে জমা ও উত্তোলনের তথ্য তুলে ধরেন নাহিদ ইসলাম; সঙ্গে ব্যাংক স্টেটমেন্টও যুক্ত করে দিয়েছেন তিনি।

ফেসবুকপোস্টে নাহিদ লিখেছেন,উপদেষ্টা পদে যোগ দেওয়ারআগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না।

‘‘২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি,’’ লেখেন তিনি।

সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া অন্য আর কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে সদ্য সাবেক এই উপদেষ্টা লেখেন, ‘‘উক্ত হিসাবে ১০ লাখ ৬ হাজার ৮৮৬ টাকা জমা হয়েছে। এ ছাড়া নয় লাখ ৯৬ হাজার ১৮১ টাকা উত্তোলিত হয়েছে।’’

নাহিদ ইসলাম বলেছেন,“উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।’’

উপদেষ্টা থাকার সময়ে তার একান্ত সচিবের দায়িত্ব পালন করা কর্মকর্তারও তথ্য দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন,ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর হিসাবে তার একান্ত সচিবের৩৬ হাজার ২৮ টাকা রয়েছে। নাহিদ ইসলামের একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনিও নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করেননি।

যদি কেউ এই তথ্য যাচাই করতে চান, তাহলে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে সেটা সম্ভব বলে তুলে ধরেন নাহিদ ইসলাম।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর