thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শেহজাদের সেঞ্চুরিতে উজ্জ্বল পাকিস্তান

২০১৪ জানুয়ারি ১৮ ২০:১৪:৪৬
শেহজাদের সেঞ্চুরিতে উজ্জ্বল পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক : আহমেদ শেহজাদের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনে দারুণ সময় অতিবাহিত করেছে পাকিস্তান। তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে দিন শেষে ৬ উইকেটে মিসবাহদের সংগ্রহ ২৯১।

আগের দিনের (১৯/০) ‍২ অপরাজিত ব্যাটসম্যান খুররম মাঞ্জুর ও আহমেদ শেহজাদ তৃতীয় দিনে আলো ছড়িয়েছেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন শেহজাদ। আর হাফসেঞ্চুরি পেয়েছেন মাঞ্জুর।

তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ক্রিজে দারুণ সময় কাটিয়েছে পাকিস্তান। ব্যক্তিগত ৫২ রানে আউট হয়েছেন মাঞ্জুর। আর ১৪৭ রানে হেরাথের বলে বোল্ড সাজঘরে ফিরেছেন শেহজাদ।

অবশ্য তারা আউট হলেও পাকিস্তানের রানের চাকা থেমে থাকেনি। তাই দিন শেষে পাকিস্তানের দলীয় স্কোরে জমা হয়েছে ২৯১ রান। এরই মধ্যে ৬ উইকেট হারিয়েছে দলটি।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান প্রথম ইনিংস : ২৯১/৬ (শেহজাদ ১৪৭, মাঞ্জুর ৫২, মিসবাহ ৩৬*; হেরাথ ৩/৮৮)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৪২৮/৯ ডিক্লে. (পেরেরা ৯৫, ম্যাথুস ৯১; জুনায়েদ ৩/৮১)

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর