thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

১৫ নভেম্বরের মধ্যে স্থায়ী পে-কমিশন

২০১৩ অক্টোবর ৩০ ২১:৩৪:১৬
১৫ নভেম্বরের মধ্যে স্থায়ী পে-কমিশন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৫ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী পে-কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী আরো বলেন, ওই সময়ের মধ্যে ‘পে অ্যান্ড সার্ভিস কমিশন’ও গঠন করা হবে। পে-কমিশনের চেয়ারম্যানই এ কমিশনের চেয়ারম্যান হবেন। বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে বেতন বৈষম্য সমন্বয় করে বেতন সংক্রান্ত সুপারিশ করবে পে অ্যান্ড সার্ভিস কমিশন। এ জন্য তাদের ছয় মাস সময় দেওয়া হবে। প্রয়োজনে পরে সময় আরো বাড়ানো হবে। কমিশনের দেওয়া রিপোর্ট বাস্তবায়ন করবে পরবর্তী সরকার।

এছাড়া একই সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য রাষ্ট্রায়ত্ব ব্যাংকের জন্য পৃথক বেতন কাঠামো গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, অক্টোবর মাসের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী পে-কমিশন গঠন করা হবে।

সরকার গত ৭ অক্টোবর ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার গেজেট জারি করে। এতে বলা হয়, মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতার পরিমাণ হবে মাসে সর্বনিম্ন এক হাজার ৫০০ টাকা ও সর্বোচ্চ ছয় হাজার টাকা। চলতি বছরের ১ জুলাই থেকে এ মহার্ঘ্য ভাতা কার্যকর হয়েছে। পরবর্তীতে নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার আগপর্যন্ত এ মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।

বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ। সর্বশেষ ২০০৯ সালের ১ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হয়।

(দিরিপোর্ট২৪/আরএম/এমএআর/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর