thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

১৮ দলের গণসমাবেশে অংশ নেবেন কাজী জাফর

২০১৪ জানুয়ারি ১৮ ২২:৩৯:০০
১৮ দলের গণসমাবেশে অংশ নেবেন কাজী জাফর

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ ১৮-দলীয় জোটের ২০ জানুয়ারির গণসমাবেশে অংশগ্রহণ করবেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে শনিবার রাতে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কাজী জাফর উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

১৮-দলীয় জোট প্রধান খালেদা জিয়ার সঙ্গে কাজী জাফর আহমেদ রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘মানুষ স্বাভাবিক রাজনীতি করতে চায়’-এ মন্তব্য করে কাজী জাফর খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি ও সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘২০ ও ২৯ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে তার দল অংশগ্রহণ করবে। এ কর্মসূচি সময় ও যুগোপযোগী। জাতীয় পার্টির এ সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, ‘শর্ত দিয়ে কোনও আলোচনা হয় না। সরকারের শর্ত মেনে নিয়ে কোনও সংলাপ হবে না। শর্তহীন আলোচনায় রাজি আছে বিরোধী দল।’

‘এ সরকার কোনও অবস্থাতেই বৈধ হতে পারে না। জনগণের চোখে সরকার অবৈধ’ মন্তব্য করেন তিনি।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সামগ্রিক বিষয়ে আলোচনা করেছি, জাতীয় ঐক্যের প্রশ্নে আলোচনা করেছি। নির্দলীয় সরকারের দাবিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ইস্যু সামনে রেখে যুগপৎ আন্দোলন কর্মসূচি পালনের বিষয়েও আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘৬৬, ৬৯ সালের আন্দোলন ক্রমান্বয়ে বিকশিত হয়েছে। একবারে কোনও আন্দোলন সফল হয় না। ক্রমান্বয়ে আন্দোলন বিকশিত হয়ে তা পরিপূর্ণতা পায়। আমাদের আন্দোলনও সে দিকে যাচ্ছে।’

‘নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন সফল হয়েছে’ দাবি করে তিনি আরও বলেন, ‘জনগণ নির্বাচন প্রত্যাখ্যানের মাধ্যমে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা প্রমাণ করেছে। ১৫৩টি আসনে ভোটারবিহীন প্রার্থী নির্বাচন পৃথিবীর ইতিহাসে নজির নেই। বাকি আসনগুলোতে ৫-৭ ভাগ ভোট পড়েছে।’

‘নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন আছে বলেই মানুষ ভোট দিতে যায়নি’ বলে মন্তব্য করেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/জেএম/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর