thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আলাউদ্দিন আহম্মদকে অব্যাহতি

২০১৪ জানুয়ারি ১৯ ০১:৫৭:০১
আলাউদ্দিন আহম্মদকে অব্যাহতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরীকে (নাছিম) তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শনিবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় উপস্থিত একাধিক নেতা দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

দলীয় কর্মকাণ্ডে সক্রিয় না হওয়া এবং পরপর বেশ কয়েকটি দলীয় মিটিংয়ে উপস্থিত না হওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তারা জানান।

সভায় নাম না উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যারা কোনও মিটিংয়ে থাকে না তাদের নাম কেটে দেওয়া দরকার।

দলটির গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বৈঠকে অনুপস্থিত থাকলে কার্যনির্বাহী সংসদের সদস্যপদ বাতিল হয়ে যায়- এমনটি জানিয়েছেন দলটির কয়েকজন নেতা।

দ্য রিপোর্ট/এইউএ/এমএআর/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর