thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া

২০১৪ জানুয়ারি ১৯ ১১:৪৭:৪৬
জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর শেরেবাংলা নগরে রবিবার বেলা ১১টা ৩৫ মিনিটে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। পরে তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) ও জিসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব:) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আব্দুল মান্নান, অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির অর্থনৈতিক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাযহারুল আনোয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মণি, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু প্রমুখ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই জিয়া উদ্যানে ছিল নেতাকর্মীদের উপচেপড়া ভিড়। ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েও রাজপথে নামতে দেখা যায়নি এদের কাউকে। জিয়ার সমাধিস্থলে নীরবতা পালন না করে সরকারবিরোধী মুহুর্মুহু স্লোগানে মাতিয়ে তুলেন নেতাকর্মীরা। উদ্দেশ্য ছিল দলের প্রধান খালেদা জিয়ার নজরকাড়া।

বিএনপির চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণার পর থেকে সারাদেশে নেতাকর্মীরা রাজপথে নেমে এলেও ঢাকা মহনগরীর নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি।

সকাল থেকেই জিয়ার মাজারে অবস্থান নেয় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, মৎস্যজীবী দল, কৃষক দল, ওলামা দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দলসহ অন্যান্য সমর্থক সংগঠন।

(দ্য রির্পোট/এমএইচ/এমসি/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর