thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

বান্দরবানে কমিউনিটি পুলিশকে ১৫ মোটরসাইকেল হস্তান্তর

২০১৪ জানুয়ারি ১৯ ১৩:৩৫:২৮
বান্দরবানে কমিউনিটি পুলিশকে ১৫ মোটরসাইকেল হস্তান্তর

বান্দরবান সংবাদদাতা : কমিউনিটি পুলিশের কাজের দক্ষতা বাড়াতে বান্দরবানে ১৫টি বাজাজ ডিসকভার মোটরসাইকেল দেওয়া হয়েছে। রবিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা কমিউনিটি পুলিশকে মোটরসাইকেলগুলো হস্তান্তর করেন।

বালাঘাটা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ ও পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত কমিউনিটি কনসালটেশন এবং মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা।

এতে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের ব্রিগেড কমান্ডার সাঈদ সিদ্দিকী পিএসসি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক তারিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য প্রমুখ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, কমিউনিটি পুলিশিং দক্ষতা বাড়াতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইউএনডিপির সিএইচটিডিপি প্রকল্পের আওতায় কমিউনিটি পুলিশকে ১৫টি মোটরসাইকেল দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর