thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কোয়ার্টার ফাইনালে জকোভিচ

২০১৪ জানুয়ারি ১৯ ১৫:১৬:৫৪
কোয়ার্টার ফাইনালে জকোভিচ

দ্য রিপোর্ট ডেস্ক : সহজ জয়ে টানা ১৯ বারের মতো গ্ল্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সরাসরি সেটে হারিয়েছেন ইতালির ফ্যাবিও ফোগনিনিকে।

সার্বিয়ান তারকার বিপক্ষে দেড় ঘণ্টার লড়াই শেষে হেরেছেন ১৫তম বাছাই ফোগনিনি। রোড ল্যাভার অ্যারেনায় তাকে ৬-৩, ৬-০ ও ৬-২ গেমে হারিয়ে প্রতিযোগিতার পরবর্তী পর্ব নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই জকোভিচ।

গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জেতার পর ২৮ ম্যাচ অপরাজিত রয়েছেন জকোভিচ। নতুন বছরেও ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শিরোপার পথে।

এদিকে, প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন ৫ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। সার্বিয়ার তারকা আনা ইভানোভিচের কাছে হেরেছেন মার্কিন কৃষ্ণকলি।

কোর্টের লড়াইয়ে শুরুটা ভালো হলেও পরে আর সেই ছন্দ ধরে রাখতে পারেননি সেরেনা। প্রথম সেটে ৬-৪ গেমে জিতে ছিলেন তিনি। কিন্তু পরের ২ সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন ইভানোভিচ। সেরেনাকে ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর