thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সিরিজে সমতায় ভারত

২০১৩ অক্টোবর ৩১ ১০:২৮:২০
সিরিজে সমতায় ভারত

দিরিপোর্ট২৪ ডেস্ক : শেখর ধাওয়ান ও বিরাট কোহলির শতকে সিরিজে সমতায় ফিরেছে ভারত। সিরিজের ষষ্ঠ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল ছয় উইকেটে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আগে ব্যাট করে ভারতীয় বোলারদের ওপর ব্যাটিং তাণ্ডব চালায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। ফলে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৫০ রান করতে কোনো বেগ পেতে হয়নি তাদের।

শতক করেন শেন ওয়াটসন (১০২) ও জর্জ বেইলি (১৫৬)। এছাড়া অপরাজিত ৪৪ রান করেন অ্যাডাম ভোস। দুটি করে উইকেট নেন জাদেজা ও অশ্বিন।

বিশাল জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মূলত শেখর ধাওয়ান ও বিরাট কোহলির অসাধারণ পারফর্মে অসিদের বড় স্কোরও ছোট হয়ে দাঁড়ায় স্বাগতিকদের সামনে। হার না মানা ১১৫ রান করেন কোহলি। ৬৬ বল খেলে ১৮টি চার ও একটি ছয়ের সাহায্যে এই রান করেন তিনি।

কোহলি ছাড়াও সফরকারীদের বোলারদের তুলোধুনো করেন শেখর। কাঁটায় কাঁটায় ১০০ রান করেন উদ্বোধনী এই ব্যাটসম্যান। সঙ্গে রোহিত শর্মার ৭৯ রানের কল্যাণে হেসেখেলেই জয় তুলে নেয় ভারত।

এ জয়ে সাত ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ ব্যবধানে সমতায় ফিরেছে ভারত।

(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর