thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক

২০১৪ জানুয়ারি ১৯ ১৬:০৫:৪১
হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের মুক্তারিয়াঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মিরাজ নামে এক জলদস্যুকে আটক করেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি রামদা উদ্ধার করে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক দস্যু মিরাজ (৪২) উপজেলার নিঝুমদ্বীপ ইউপির বন্দরটিলা গ্রামের শাহজাহানের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বি আটকের বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, সকালে আটক জলদস্যু মিরাজসহ কয়েকজন দস্যু মুক্তারিয়াঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদেরভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মিরাজকে আটক করে। এ সময় মিরাজের সঙ্গে থাকা অপর সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি রামদা উদ্ধার করে।

আটক মিরাজের বিরুদ্ধে থানায় আগের ২টি মামলা রয়েছে এবং ডাকাতি প্রস্তুতি ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে বলে ওসি জানান।

(দ্য রিপোর্ট/ওইউ/এএস/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর