thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টানা ‍তৃতীয় জয় অস্ট্রেলিয়ার

২০১৪ জানুয়ারি ১৯ ১৭:১৩:৩৪
টানা ‍তৃতীয় জয় অস্ট্রেলিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিজের এখনও বাকি ২ ম্যাচ। এরই মধ্যে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ (৩-০) জিতেছে তারা।

অস্ট্রেলিয়া সফরে হারের বৃত্তে আটকে পড়েছে ইংল্যান্ড। টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতেও একই পথে হাঁটছে দলটি। এর মধ্যে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ তে হেরেছে সফরকারীরা।

তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান তুলেছিল ইংল্যান্ড। ইয়ন মর্গান ৫৪ ও অপরাজিত ৪১ রান করেছেন টিম ব্রেসনান। ৩টি উইকেট নিয়েছেন কাটলার-নিল। এ ছাড়া ২টি করে উইকেট পেয়েছেন ফুকনার ও ক্রিস্ট্রিয়ান।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। হার না মানা ৭১ রান করেছেন শন মার্শ। এ ছাড়া ডেভিড ওয়ার্নার ৭১, মাইকেল ক্লার্ক ৩৪ ও অপরাজিত ৩৭ রান করেছেন ব্রাড হাডিন।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : ২৪৩/৯ (ওভার ৫০)

অস্ট্রেলিয়া : ২৪৪/৩ (ওভার ৪৪)

ফল : অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী

ম্যাচেসেরা : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর