thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ আহত

২০১৩ অক্টোবর ৩১ ১০:৪৪:৩৯
ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ আহত

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশ কনস্টেবল বশির আহমেদ (৪০)। বৃহস্পতিবার ভোর ৫টায় মালিবাগ-মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের চাচা আবেদুর রহমান জানান, বশির বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া থেকে ঢাকা ফেরেন। কর্মস্থল রাজারবাগে রিকশায় যাওয়ার পথে মৌচাক-মালিবাগ এলাকায় একদল ছিনতাইকারী তার গতিরোধ করে ডান হাত ও পায়ে ছুরি চালায়। এ সময় তারা একটি মোবাইল সেট ও নগদ পনেরশ টাকা ছিনিয়ে নেয়।

আবেদুর রহমান আরো জানান, আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বশির আহমেদ রাজারবাগ এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমএআর/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর