thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সোনালীর পয়েন্টে ভাগ বসালো অ্যাজাক্স

২০১৪ জানুয়ারি ১৯ ১৮:০৫:৪৯
সোনালীর পয়েন্টে ভাগ বসালো অ্যাজাক্স

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোনালী ব্যাংককে রুখে দিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। রবিবার ৪-৪ গোলে ড্র করেছে ২ দল।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৫ মিনিটে অ্যাজাক্সকে এগিয়ে দিয়েছেন প্রশান্ত কুমার। ১১ মিনিটে এনামুল কবীর তুর্য্যর গোলে সমতায় ফিরেছে সোনালী ব্যাংক। ১৯ মিনিটে তুর্য্য ব্যবধান দ্বিগুণ করেছেন। ৩১ মিনিটে মাসুম গোল করলে ৩-১ এ এগিয়ে থেকে বিরতিতে গেছে সোনালী।

বিরতির পর রাহাত সারোয়ারের ফিল্ড গোলে ম্যাচে ফেরার চেষ্টা করেছে অ্যাজাক্স। ৪৭ মিনিটে খন্দকার হাসান আহমেদের গোলে সমতায় ফিরেছে তারা। ৪৯ মিনিটে মাসুমের গোলে ফের এগিয়ে গেছে সোনালী (৪-৩)। ৫৬ মিনিটে রাহাত গোল করলে ম্যাচে ফের সমতা আসে। শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে ২ দল।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর