thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

সেন্সরে জীবনঢুলী

২০১৩ অক্টোবর ৩১ ১৩:১৬:৫১
সেন্সরে জীবনঢুলী

দিরিপোর্ট২৪ ডেস্ক : সরকারি অনুদানে নির্মিত তানভীর মোকাম্মেলের ছবি জীবনঢুলী সেন্সর র্বোডে জমা দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটিতে তুলে আনা হয়েছে ১৯৭১ সালে নিম্নবর্ণের ঢাকি জীবনকৃষ্ণ দাস ও তার পরিবারের মুক্তিযুদ্ধ সময়কালীন অভিজ্ঞতা।

এতে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী সংগঠিত সবচেয়ে বড় ‘চুকনগর গণহত্যা’কে তুলে আনা হয়েছে।

পরিচালক জানিয়েছেন নভেম্বরের তৃতীয় সপ্তাহে জীবনঢুলী’র প্রিমিয়ার হবে এবং এরপর মুক্তি দেয়া হবে।

ছবিটিতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহীদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, তবিবুল ইসলাম বাবু, উত্তম গুহ, রাফিকা ইভা, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য, আব্দুল হান্নান শেলী, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, রিমু খন্দকার, জামিলুর রহমান শাখা, সৈয়দ সাবাব আলী আরজু এবং গ্রুপ থিয়েটারের সদস্যবৃন্দ।

জীবনঢুলী’র চিত্রগ্রহণে ছিলেন মাহফুজুর রহমান খান, শিল্পী নির্দেশনায় উত্তম গুহ, সঙ্গীত পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু ও পোষাকের দায়িত্বে ছিলেন চিত্রলেখা গুহ। ছবিটির প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সগীর মোস্তফা, রানা মাসুদ ও সাঈদ সুমন। এছাড়া বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ও র্বতমান পঁচিশজন শিক্ষার্থী জীবনঢুলী ছবিটির নানা বিভাগে কাজ করেছেন।

(দিরিপোর্ট২৪/ওএস/ডব্লিউএস/জেএম/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর