thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জার্সি বদলে শাস্তির মুখে বিজেএমসি

২০১৪ জানুয়ারি ২০ ১৭:৫৮:১৫
জার্সি বদলে শাস্তির মুখে বিজেএমসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : লাল জার্সিতে টিম বিজেএমসি; ম্যাচ রেফারির আবদুল হান্নানের জার্সিও লাল! পরে জার্সি বদলে নিয়েছেন রেফারি। রং ঝামেলায় নির্ধারিত সময়ের ৫ মিনিট পর শুরু হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিম বিজেএমসি ও উত্তর বারিধারার ম্যাচ।

এ ঘটনার জন্য শাস্তির মুখে পরতে হচ্ছে বিজেএমসিকে। সোমবার এমনটাই জানিয়েছেন পেশাদার ফুটবল লিগ কমিটি অ্যান্ড ক্লাব অ্যাডমিন ডিপার্টমেন্টের সহকারি ম্যানেজার মোহাম্মদ জাবের বিন তাহের আনসারী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৩-’১৪ মৌসুমের বাইলজের অনুছেদ ১৯.৬ এ পরিষ্কার লেখা রয়েছে প্রতিটি দলকেই ২ সেট জার্সি নিয়ে মাঠে উপস্থিত হতে হবে। যাতে প্রতিপক্ষ দলের জার্সির সঙ্গে মিলে না যায়। বিজেএমসি ২ সেট জার্সি আনার কথা বললেও তারা সবুজ জার্সিতে খেলতে অপারগতা প্রকাশ করেছে। তাই তাদের এ বিষয়টা বাইলজ অনুযায়ী লিগের শৃঙ্খলা কমিটির দেখবে। তারা যে শাস্তি দেবে সেটাই মেনে নিতে হবে বিজেএমসিকে।’

বাংলাদেশ প্রিমিয়র লিগের ম্যাচের শুরুর ৩ ঘন্টা আগে খেলোয়াড় লিস্ট যায় ম্যাচ পরিচালনাকারী রেফারি হাতে। সে অনুযায়ী জার্সি পরে মাঠে আসেন রেফারিরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার খেলোয়াড় লিস্টে বিজেএমসির জার্সির রং ছিল সবুজ। তাই রেফারি পরে এসেছিলেন লাল জার্সি। কিন্তু মাঠে এসে দেখা গেছে লাল জার্সিতে উপস্থিত বিজেএমসি। এ বিষয়ে ম্যাচ কমিশনার জহিরুল হক বলেছেন, ‘আমরা খেলোয়াড় লিস্ট দেখেই রেফারির জার্সি নির্বাচন করেছিলাম। এখানে আমাদের কোনো ভুল নেই। বিজেএমসির মতো বড় দল কীভাবে এই ভুল করতে পারে তা আমি বুঝতে পারছি না। তাদের কাছ থেকে এটা আশা করা যায় না।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর