thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আবাহনীর গোল উৎসব

২০১৪ জানুয়ারি ২০ ১৮:২০:০৫
আবাহনীর গোল উৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রিমিয়ার ডিভিশন হকি লিগে সোমবার গোল উৎসবে মেতেছিলেন আবাহনীর খেলোয়াড়রা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খোরশেদুর রহমানের হ্যাটট্রিকে ওয়ান্ডারার্সকে ১১-০ গোলে হারিয়েছে অভিজাত পাড়ার দলটি।

আবাহনীর হয়ে খোরশেদুর রহমান হ্যাটট্রিকসহ ৫টি, পুস্কর ক্ষিসা মিমো ৩টি, রুম্মান সরকার ২টি এবং মুসা মিয়া ১টি গোল করেছেন।

একই মাঠে অপর ম্যাচে ঊষা ক্রীড়া চক্র ৫-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে মামুনুর রহমান চয়ন ৩টি, মাইনুল ইসলাম কৌশিক ও কৃষ্ণা কুমার একটি করে গোল করেছেন। অন্যদিকে আজাদের হয়ে পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল পরিশোধ করেছেন মীর মাহবুব আলী।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর