thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

হতাশ ধোনি; আশাবাদী ধোনি

২০১৪ জানুয়ারি ২০ ২১:৩৬:১৭
হতাশ ধোনি; আশাবাদী ধোনি

দ্য রিপোর্ট ডেস্ক : খুব মন খারাপ ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। ব্যাটিং নির্ভর দারুণ একটি লাইনআপ নিয়েও হেরে যাচ্ছে দল। কেন হারছে দল; তা নিয়ে ভাবতেই হচ্ছে তাকে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ব্যাটসম্যানদের কাছ থেকে আরও ধারাবাহিকতা আশা করছেন ধোনি৷ তবে হারের পিছনে কারণ হিসেবে তুলে আনছেন দীর্ঘ জুটি না হওয়া৷ ধোনি নেপিয়ারে হারের পর বলেছেন, ‘একটা সময় আমরা ভালো জায়গায় ছিলাম৷ মানে জেতার মতো পরিস্থিতি ছিল৷ কিন্তু ওই সময় পরপর আমি, জাডেজা ও বিরাটের উইকেট যাওয়া টার্নিং পয়েন্ট হয়ে গেল৷ যা হওয়া উচিত ছিল না।’

একেবারে নাগালের মধ্যে ম্যাচ; সেই ম্যাচে হারা বিষয়টি কিভাবে দেখছেন ধোনি; বলেছেন, ‘ঠিক যে সময়টা আমি আউট হই, তখন আমি আর বিরাট দু'জনেই উইকেটে জমে গিয়েছিলাম৷ পার্টনারশিপটা চালিয়ে যাওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য৷ সমস্যা হল আমাদের ৪ ও ৫ নাম্বার ব্যাটসম্যান ধারাবাহিক থাকতে পারছে না৷ কিন্তু ২৮০ বা ৩০০ তাড়া করতে গেলে ৪ ও ৫ নাম্বার জায়গা খুব জরুরি৷ তা না হলে লোয়ার মিডল অর্ডারে বড্ড চাপ পড়ে যায়৷ যা সামলানো কঠিন৷ এ ক্ষেত্রে ঠিক তাই হয়েছে।’

তারপরও এই ম্যাচ থেকেই আশার কিছু খুঁজে পাচ্ছেন না ধোনি৷ বলছেন, ‘আমাদের সবাই রান করেনি, তা সত্ত্বেও আমরা কিন্তু কাছাকাছি পৌঁছেছিলাম৷ তা কম কথা নয়৷' হারের অন্যতম কারণ সম্পর্কে ধোনির উত্তর, ‘মনে হতে পারে, এ ক্ষেত্রে শর্ট বল না খেলাই সেরা বিকল্প৷ কিন্তু আমাদের ব্যাটসম্যানদের শক্তি হল, শর্ট বলে শট নেওয়া৷ কখনও কখনও ক্যাচ দিয়ে আউট হতে হচ্ছে৷ কারণ এ সব বলে শট খেলা সহজ নয়৷ তবে এটাকে রপ্ত করতেই হবে৷ কারণ বিদেশের সাফল্য পেতে গেলে এই শটটা ভালো খেলতেই হবে৷ কখন খেলব, কখন খেলব না, সেটা ব্যাটসম্যানদের ব্যাপার৷ সে ক্ষেত্রে নিজেদের পছন্দ-অপছন্দ আছে।’

দলের সাফল্যে বেজায় উচ্ছ্বসিত নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম৷ বলছেন, 'এই উইকেটে ২৯২ খুব ভালো স্কোর৷ তবু বলব বিরাট বিশ্বমানের ইনিংস খেলেছে৷ সবাই দেখল, কেন ওকে বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটসম্যান ধরা হচ্ছে৷ আমাদের হয়ে ম্যাকক্লেনাঘান খুব ভালো বল করল৷ রস আর কেনের জুটিটা জরুরি ছিল৷ আর শেষ দিকে দুর্দান্ত ব্যাট করল কোরি৷ যত দিন যাচ্ছে ও পরিণত হচ্ছে৷ ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে আমার কিছু বলার থাকতে পারে না।’

বুধবার ৫ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হ্যামিলটনে। সেখানে জয় নিয়ে ভাবছেন ধোনি। ঠিক একই ভাবনায় নিউজিল্যান্ড; চাই আরেকটি জয়; আরো এগিয়ে যাওয়া।

(দ্য রিপোর্ট/এএস/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর