thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তামিম

২০১৩ অক্টোবর ৩১ ১৫:৫৪:০৩
সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তামিম

দিরিপোর্ট২৪ ডেস্ক : দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশতক করে এতোদিন সবার আগে ছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অর্ধশতক পূর্ণ করে সাকিবের রেকর্ডে ভাগ বসিয়েছেন সতীর্থ তামিম ইকবাল।

১২৯ ম্যাচ খেলে ২৫টি অর্ধশতক করেন সাকিব। পাঁচ ম্যাচ কম খেলেই সমান হাফসেঞ্চুরি করেছেন বামহাতি ক্রিকেটার তামিম।

তাদের পরই রয়েছেন স্পট ফিক্সিংয়ের দায়ে দেশি ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আশরাফুল। ১৭৫ ম্যাচে সাবেক অধিনায়ক করেন ২০টি অর্ধশতক।

এছাড়া শাহরিয়ার নাফিস ১৩টি (৭৫ ম্যাচ), আফতাব আহমেদ ১৪টি (৮৫ ম্যাচ) ও হাবিবুল বাশার ১৪টি (১১১ ম্যাচ) অর্ধশতক করেন।

এদিকে আরেকটি রেকর্ড গড়েছেন তামিম। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তার দখলে। ১২৪ ম্যাচে ৩৭০২ রান করেছেন মারকুটে এই ক্রিকেটার। গড় ৩০.০৯।

হাফসেঞ্চুরিতে সাকিবকে স্পর্শ করলেও বেশি রান করার ক্ষেত্রে সাবেক অধিনায়ককে ছাড়িয়ে গেছেন। ১২৯ ম্যাচে ৩৬৮৮ রান নিয়ে এখন তার পেছনে রয়েছেন সাকিব।

(দিরিপোর্ট২৪/সিজি/ এমডি/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর