thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

৩৯ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন

২০১৪ জানুয়ারি ২১ ০৬:২৮:১৩
৩৯ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর শহরের মমিনপাড়ায় ৩৯ দিন পর সোমবার এক গৃহবধূর লাশ কবর থেকে উঠানো হয়েছে। ওই গৃহবধূকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে লাশটি উঠানো হয়।

গত বছরের ১২ ডিসেম্বর রাতে মমিনপাড়ার গৃহবধূ হাজেরা বেগম তার শ্বশুরবাড়িতে মারা যান। রাতেই চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট লিমিটেডে লাশ রেখে স্বামীপক্ষের লোকজন মিথ্যা অজুহাতে হাসপাতালে ভাঙচুর করে এবং লাশ রেখে পালিয়ে যায়। পরবর্তী সময়ে মৃত হাজেরার বাপেরবাড়ির লোকজন এসে পুনরায় হাসপাতাল ভাঙচুর করে। তারা চিকিৎসকদের ওপরও হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওই ঘটনায় হাজেরার মা বাদী হয়ে মেয়ে জামাই শরিফ মুন্সিসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে ময়নাতদন্তের রিপোর্টে হাজেরা আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। এতে মামলার বাদী মৃত হাজেরার মা আদালতে নারাজির পিটিশন করলে আদালত পুনরায় কবর থেকে লাশ উঠিয়ে ময়নাতদন্ত করে ভিসেরা রিপোর্টের জন্য নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত ও ডেপুটি কালেক্টর আমিনুল ইসলামের উপস্থিতিতে পশ্চিম বিষ্ণুদীর মিজিবাড়ির (হাজেরার বাপেরবাড়ি) পারিবারিক কবর স্থান থেকে লাশ উঠায়।

(দ্য রিপোর্ট/এমবি/এমএআর/এনডিএস/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর