thereport24.com
ঢাকা, সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৩ জিলহজ ১৪৪৫

রয়্যাল বেঙ্গলের সঙ্গে সখ্য তার....

২০১৪ জানুয়ারি ২১ ১৪:৪২:৩৮
রয়্যাল বেঙ্গলের সঙ্গে সখ্য তার....

দ্য রিপোর্ট ডেস্ক : আব্দুল্লাহ শোলেহ-আর মুনাল একবারে হরিহর আত্মা। একজন অন্যজনকে না দেখে থাকতেই পারে না।

৩৩ বছর বয়সী আব্দুল্লাহর সঙ্গে ছয় বছর বয়সী মুনালের মধ্যে বয়সের বিস্তর ফারাক থাকলেও ভালোবাসায় তাদের কমতি নেই।

পরস্পরকে কাছে পেলে দিব্যি খুনসুটিতে মেতে ওঠেন তারা।

তবে মুনাল-আব্দুল্লাহর এই বন্ধুত্ব কিছুটা ভিন্ন। কারণ মুনাল যে খাঁটি রয়্যাল বেঙ্গল টাইগার!

ইন্দোনেশিয়ার মালাংয়ের অধিবাসী আব্দুল্লাহ এক মাদ্রাসায় পড়ালেখাও করেন। তবে ছয়বছর বয়সী মুনালের দেখাশোনাও তার একটি বড় কাজ।

আব্দুল্লাহ-মুনালের খুনসুটির এক মুহূর্ত

তিনমাস বয়স থেকেই মুনালের দেখাশোনার কাজ করে আসছে আব্দুল্লাহ

বন্ধুর পিঠে সাওয়ার আব্দুল্লাহ

আব্দুল্লাহরও আপত্তি নেই ১৭৮ কেজি ওজনের মুনালকে পিঠে নিতে

ঘুমের সময়ও বন্ধুকে পাশে চাই মুনালের

পরীক্ষার জন্য পড়াশোনা ছাড়া বাকি সময়টা মুনালের পাশে পাশেই থাকেন আব্দুল্লাহ

দিনে দুইবার প্রায় ৬ কেজি মুরগী কিংবা ছাগলের মাংস খায় মুনাল

(দ্য রিপোর্ট/কেএন/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর