thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইভানোভিচকে হারিয়ে সেমিতে বুচার্ড

২০১৪ জানুয়ারি ২১ ১৫:২৪:১৩
ইভানোভিচকে হারিয়ে সেমিতে বুচার্ড

দ্য রিপোর্ট ডেস্ক : অভিজ্ঞ আনা ইভানোভিচের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠাটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু না; টিনএজার ইগেনি বুচার্ড গুঁড়িয়ে দিচ্ছেন তার স্বপ্ন। কোয়ার্টার ফাইনালে এই তরুণীর কাছে হেরেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন সার্বিয়ান তারকা।

১৯ বছর বয়সী বুচার্ডের কাছে মুহূর্তটি ছিল স্বপ্নের মতো। কারণ প্রথমবার প্রতিযোগিতায় খেলতে এসেই বাজিমাত করেছেন এই কানাডিয়ান তারকা। উঠেছেন গ্ল্যান্ডস্লামের সেমিফাইনালে। শেষ চারে তিনি মখোমুখি হবেন চীনের তারকা লি নার বিপক্ষে।

সেমিফাইনালের টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় নিশ্চিত হয়ে গেছে তার। আগামী সপ্তাহে প্রকাশিত র‌্যাঙ্কিং তালিকায় সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন তিনি। তার পরও বিনয়ী বুচার্ড। বলেছেন, ‘ইভানোভিচ দারুণ খেলেছেন। কোর্টের লড়াইয়ে আমি আক্রমণাত্মক ও নিজের খেলাটাই শুধু খেলেছি।’

সাবেক নাম্বার ওয়ান আনা ইভানোভিচকে ৫-৭, ৭-৫ ও ৬-২ গেমে হারিয়েছেন প্রতিযোগিতার নবাগত টেনিস প্লেয়ার বুচার্ড।

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর