thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

‘সে নাম রয়ে যাবে’

২০১৩ অক্টোবর ৩১ ১৭:৩১:০০
‘সে নাম রয়ে যাবে’

দিরিপোর্ট২৪ ডেস্ক : ২৪ অক্টোবর প্রয়াত হয়েছেন বাংলা গানের কিংবদন্তী শিল্পী মান্না দে। শিল্পীর স্মরণে আরটিভিতে শুক্রবার বিকেল ৫টায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সে নাম রয়ে যাবে’। মান্না দে’র জনপ্রিয় গানগুলো এ অনুষ্ঠানে পরিবেশন করবেন শিল্পী রেজওয়ানুল হক। ‘সে নাম রয়ে যাবে’ অনুষ্ঠা্নটির প্রযোজক এম সামসুদ্দিন মিঠু।

বাবা-মার দেয়া নাম প্রবোধ চন্দ্র দে। মান্না দে নামে তিনি ছয় দশকের বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন। দীর্ঘ সংগীত জীবনে বাংলা ছাড়াও বিভিন্ন ভারতীয় ভাষায় প্রায় সাড়ে তিন হাজার গান গেয়েছেন। এর মধ্যে যেমন রয়েছে অসংখ্য সিনেমার গান; তেমন রয়েছে ধ্রুপদী সংগীত, আধুনিক গান, রবীন্দ্র সংগীত ও নজরুল-গীতি।

বাংলা, হিন্দী, অসমীয়া, মারাঠি, মালয়ালম, কন্নড় ভাষাতে গান গেয়েছেন মান্না দে। জনপ্রিয়তা পেয়েছেন সব ভাষাভাষী মানুষের কাছে। পেয়েছেন দেশ বিদেশের অসংখ্য পুরস্কার।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর