thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

কুমিল্লায় শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

২০১৪ জানুয়ারি ২১ ১৯:২৫:২৮
কুমিল্লায় শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের একতা বাজার ঈদগাহ সফিকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও ক্লাস বর্জন করেছে।

স্থানীয় একতা বাজারে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। এ সময় স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

এ বিষয়ে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল বাহার দ্য রিপোর্টকে জানান, নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অনিয়মের প্রশ্নই আসে না।

স্থানীয় সূত্র জানায়, মাদরাসায় সহকারী মৌলভী ও নিম্নমান সহকারি পদে ১৮ জানুয়ারি নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষায় মাদরাসার চাঁন্দকরার মাস্টার দ্বীন মোহাম্মদ শাহেদ ভালো ফল করলেও পরিচালনা কমিটির সভাপতি নুরুল বাহার প্রভাব খাটিয়ে জহিরুল ইসলাম নামের আরেকজনকে নিয়োগ দেন।

এ খবর জানাজানি হলে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী তিন দিন ধরে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করছে।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এসবি/সা/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর