thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

বান্দরবানে জ্বালানি কাঠ উদ্ধার, জরিমানা

২০১৪ জানুয়ারি ২১ ২০:১৩:১৪
বান্দরবানে জ্বালানি কাঠ উদ্ধার, জরিমানা

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের আলীকদমে এফবিএম ইটভাটায় (ব্রিকফিল্ডে) অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জ্বালানি কাঠ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে উক্ত ইটভাটা থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে পুলিশ, বন বিভাগের সমন্বয়ে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

লামা বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ইটভাটা থেকে জব্দ করা কাঠগুলো বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ দিকে এফবিএম ইটভাটার ম্যানেজার নিজাম উদ্দিন দ্য রিপোর্টকে জানান, তাদের ইটভাটা থেকে জব্দ করা জ্বালানি কাঠের পরিমাণ প্রায় ১০ হাজার মণ হবে। যার স্থানীয় বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/এনআই/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর