thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আফ্রিদি ফের অধিনায়ক হচ্ছেন

২০১৪ জানুয়ারি ২১ ২০:২১:২৯
আফ্রিদি ফের অধিনায়ক হচ্ছেন

দ্য রিপোর্ট ডেস্ক : পিসিবি প্রাথমিক দল ঘোষণা করলেও টোয়েন্টি২০ বিশ্বকাপের অধিনায়ক নির্বাচন করেনি। তবে জানা গেছে, ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সানে ফের অধিনায়ক হচ্ছেন শহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্র তাই জানিয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

পিসিবি জানিয়েছে, তারা মোহাম্মদ হাফিজের বদলি আফ্রিদিকেই খুঁজে ফিরছে। ঠিক এই মুহূর্তে পরিবারের সঙ্গে অবকাশ কাটাচ্ছেন আফ্রিদি। অথচ তার এ সময়ে দক্ষিণ আফ্রিকান ঘরোয়া দল নাইটসের হয়ে খেলার কথা ছিল। এ ব্যাপারে তাদের সঙ্গে চুক্তি করেছেন আফ্রিদি।

হার্ডহিটার আফ্রিদি জানিয়েছেন, বাংলাদেশে ১৬ মার্চ-৬ এপ্রিল অনুষ্ঠেয় টোয়েন্টি২০ বিশ্বকাপের আগে কিছু দিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই কারণে তিনি দক্ষিণ আফ্রিকান ঘরোয়া ক্রিকেট লিগে খেলছেন না। আফ্রিদি বলেছেন, ‘আমি দক্ষিণ আফ্রিকান লিগ থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই।’

সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টোয়েন্টি২০ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আফ্রিদি টোয়েন্টি২০ ভার্সনে এক হাজার রান ও ৫০ উইকেট শিকার করা প্রথম ক্রিকেটারও। সম্প্রতি পিসিবির সঙ্গে তার সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। ফলে মোহাম্মদ হাফিজের পরিবর্তে আফ্রিদিকে বিশ্বকাপে অধিনায়ক করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্বর্তীকালীন প্রধান নাজাম শেঠি জানিয়েছেন, অধিনায়ক হিসেবে হাফিজের ওপর চাপ আছে এবং নির্বাচকরা এ বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেবেন। এ ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি নির্বাচকদের হাতে।’ ব্যাট-বল উভয় দুর্বল পারফরমেন্সের পর হাফিজকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সেখানে এসেছিল মিসবাহ উল হকের নামও। তবে সবার চেয়ে এগিয়ে আনন্দদায়ী ব্যাটার-বোলার শহিদ আফ্রিদিই।

৩০ সদস্যের প্রাথমিক দলে শোয়েব মালিক ও কামরান আকমল থাকলেও নেই আবদুর রাজ্জাক। ঘোষিত দলের সদস্যরা হলেন- মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, শারজিল খান, শাহজাব হাসান, নাসির জামশেদ, খুররম মাঞ্জুর, শোয়েব মালিক, মাকসুদ, উমর আকমল, হ্যারিস সোহাইল, ইয়াসির আরাফাত, ইয়াসির শাহ, হাম্মদ আজম, কামরান আকমল, শহীদ আফ্রিদি, জোহয়েব আহমেদ, সোহাইল তানভির, মোহাম্মদ ইরফান, উমর গুল, জুনায়েদ খান, বিলাওয়াল ভাট্টি, আনোয়ার আলী, আসাদ আলী, এহসান আদিল, মোহাম্মদ তালহা, সাঈদ আজমল, জুলফিকার বাবর, রাজা হাসান, আব্দুল রেহমান ও সরফরাজ আহমেদ।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর