thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

লক্ষ্মীপুরে তিন যুবলীগ নেতা বহিষ্কার

২০১৪ জানুয়ারি ২১ ২৩:৪০:০৯
লক্ষ্মীপুরে তিন যুবলীগ নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর সংবাদদাতা : টেন্ডারবক্স ছিনতাইয়ের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে তিন যুবলীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।

বহিষ্কার করা নেতারা হলেন- রায়পুর উপজেলার যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, পৌর যুবলীগের আহ্বায়ক শামছুল ইসলাম বাবুল।

জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপু মঙ্গলবার রাতে বহিষ্কারের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বহিষ্কার করা নেতাকর্মীদের বিরুদ্ধে রায়পুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয়ে টেন্ডারবক্স ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ কারণে তাদের তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১টার দিকে রায়পুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয়ে ২ কোটি ২০ লাখ টাকার টেন্ডারবক্স ছিনতাই করে যুবলীগ নেতাকর্মীরা।

এ ঘটনায় উপজেলা প্রকৌশলী মো. আক্তার হোসেন ভূঁইয়া বাদি হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। (মামলা নং-১২, তাং-২১/০১/১৪ইং)।

রায়পুর থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা মামলার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/এনইউ/এমএইচও/ এমডি/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর