thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

রিয়ালের গোল উৎসব

২০১৩ অক্টোবর ৩১ ১৯:২১:৪০
রিয়ালের গোল উৎসব

দিরিপোর্ট২৪ ডেস্ক : স্পেনের লা লিগায় গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক, গ্রেরেথ বেলে ও করিম বেনজেমার জোড়া গোলে তারা ৭-৩ ব্যবধানে হারিযেছে সেভিয়া।

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকে আক্রমণাত্মক ছিল রিয়াল। ১৪ মিনিটে বেনজেমার ক্রস থেকে গোল উৎসব সূচনা করেন গ্রেরেথ বেলে। ২৭ মিনিট পর দলের ও নিজের দ্বিতীয় গোল করেন এই ইংলিশম্যান। ছয় মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন রোনালদো।

প্রথমার্ধে দুটি গোল করে ব্যবধান কমায় সেভিয়া। গোল করেন রাকিতিচ (৩৯ মিনিট) ও বাক্কা (৪০ মিনিট)।বিরতির পর গোল উৎসব বাড়াতে থাকেন রোনালদো ও বেনজেমা। এই অর্ধে দুটি করে গোল করেন রোনালদো ও বেনজেমা।

সাত গোল হজমের পর জয় না পেলেও ৬৩ মিনিটে আরেকটি গোল করে সফরকারীরা। আর ৭৬ মিনিটে দশ জনের দলে পরিণত হয় সেভিয়া। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এমবিয়া।

এ জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে।

(দিরিপোর্ট২৪/সিজি/ এমডি/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর