thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দ্বিতীয় রাউন্ড শেষে সেরা শুভ-রিয়াদ

২০১৪ জানুয়ারি ২২ ২১:২৭:০৬
দ্বিতীয় রাউন্ড শেষে সেরা শুভ-রিয়াদ

দ্য রির্পোট প্রতিবেদক: শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি হিসাবে বিসিএলকেই প্রধান মানছেন ক্রিকেটাররা। প্রস্তুতির এমন সুযোগ পেয়ে খুশি ক্রিকেটাররা। আর দল গড়তে নির্বাচকরাও প্রাধান্য দিয়েছেন এ টুর্নামেন্টকে। বিসিএলে ব্যাট হাতে ব্যক্তিগত পারফরম্যান্সে দলে এসেছেন শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েস। আর টেস্ট দলে ঠাঁই পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও বল হাতে নির্বাচকদের আস্থা ফিরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

একটি করে ডাবল ও হাফসেঞ্চুরিসহ ৩৪৫ রান নিয়ে সবার ওপরে রয়েছেন সেন্ট্রালের শামসুর রহমান শুভ। আর বল হাতে সমান সংখ্যক ১৬ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারে শীর্ষে সেন্ট্রাল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও বিসিবি নর্থের স্পিনার তাইজুল ইসলাম। দুর্দান্ত এ পারফরম্যান্সের পর শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দলে প্রথমবারের মতো ঠাঁই হয়েছে শুভর। ২৬৭ রানের দুর্দান্ত ইনিংসসহ ২ ম্যাচে তার রান ৩৪৫।

এ ছাড়া ২ নাম্বারে থাকা বিসিবি উত্তরাঞ্চলের ফরহাদ রেজা করেছেন একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। ২২৩ রান নিয়ে তিনে থাকা ইমরুল কায়েস দলে ফিরেছেন অকেদিন পর।

আর টেস্ট স্কোয়াডে ডাক নিয়ে দোদুল্যমান রিয়াদও জায়গা করে নিয়েছেন তার স্পিন জাদু দেখিয়ে। তবে অপেক্ষা করতে হচ্ছে তাইজুলকে। ২ ম্যাচে ২ জনেরই শিকার ১৬ উইকেট। দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে ডানহাতি স্পিনার রিয়াদ পকেটে পুরেছেন ১২ উইকেট। এর আগে প্রথম ম্যাচে নিয়েছিলেন ৪টি। সবমিলিয়ে ২ ম্যাচে বল করেছেন ৯৭ ওভার। তাইজুলের সুযোগ না হলেও শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে রয়েছেন আবদুর রাজ্জাক ও সোহাগ গাজী। ১০ ও ৯ উইকেট শিকার করা এ ২ স্পিনারের ক্ষেত্রে অবশ্য বিবেচনায় নেওয়া হয়েছে তাদের অভিজ্ঞতাকে।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর