thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

গানোফোনে সুকন্যা ও শামীম

২০১৩ অক্টোবর ৩১ ২১:১৩:৩৮
গানোফোনে সুকন্যা ও শামীম

দিরিপোর্ট২৪ ডেস্ক : জিটিভির সাপ্তাহিক স্টুডিও কনসার্ট `গানোফোন'র এবারের অতিথি দুই তরুণ কন্ঠশিল্পী সুকন্যা ও শামীম। ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত এ শিল্পীরা দর্শকদের সরাসরি গান শোনাবেন রাত ১১টা ০৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে।

‘গানোফোন’ অনুষ্ঠানে দর্শকরা টেলিফোনের পাশাপাশি এস এম এস ও ফেইসবুকেও অংশগ্রহণ করতে পারেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন মডেল এ্যানি। প্রযোজনা করেছেন নজরুল ইসলাম খান। (দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর