thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আরো এক দফা পিছিয়ে গেল জাতীয় লিগ

২০১৪ জানুয়ারি ২২ ২১:৪৯:৪২
আরো এক দফা পিছিয়ে গেল জাতীয় লিগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : গত মাসে শুরু হওয়ার কথা ছিল জাতীয় লিগ। দেশের প্রথম প্রথম শ্রেণীর ঘরোয়া এই ক্রিকেট আসর পরবর্তীতে ২৬ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়ে ৭টি বিভাগীয় দল এবং ঢাকা মেট্রোকে ২০ জানুয়ারির মধ্যে ২০ জনের দল পাঠানোর অনুরোধ করেছিল বিসিবি’র টূর্নামেন্ট কমিটি। তবে ঢাকা মেট্রো, ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগ ছাড়া অন্য ৫টি বিভাগীয় ক্রীড়া সংস্থা যে প্লেয়ার্স লিস্ট পাঠিয়েছে, ততে সংখ্য ছাড়িয়ে গেছে খেলোয়াড়দের। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্যাডে প্লেয়ার্স লিস্টে খেলোয়াড় সংখ্যা ৩৫, বরিশালে সেখানে ৩০, সিলেটে ৩৩, রাজশাহীতে ২৫ !

প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই, এমন ক্রিকেটারের তালিকা লম্বা হওয়ায় টুর্নামেন্ট কমিটির মাথায় হাত উঠেছে। এদিকে প্রস্তুতি এবং খেলোয়াড়দের জার্সি তৈরির জন্য জাতীয় লিগ ক’দিন পিছিয়ে দেওয়ার দাবিও তুলেছেন অংশগ্রহণকারী ৭টি বিভাগীয় এবং ঢাকা মেট্রোর শীর্ষস্থানীয় প্রতিনিধিরা। সে কারণেই ২৬ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি থেকে ৪টি ভেন্যুতে জাতীয় লিগ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রথম ৩ রাউন্ডের ফিকশ্চার চূড়ান্ত করেছে টূর্নামেন্ট কমিটি। বুধবারের সভায় টুর্নামেন্ট কমিটি অংশগ্রহণকারী ৮টি দলকে প্রস্তুতি এবং জার্সি তৈরির জন্য ৫ লাখ টাকা করে অনুদানের চেক তুলে দিয়েছে। টূর্নামেন্ট কমিটির সদস্য জিয়াউর রহমান তপু এ তথ্য দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর