thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

সুমন ইউসুফের একক প্রদর্শনী

২০১৪ জানুয়ারি ২৩ ১০:১৪:৩৯
সুমন ইউসুফের একক প্রদর্শনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘পদ্মার জীবন ও সংগ্রাম’ শীর্ষক উদীয়মান তরুণ আলোকচিত্রী সুমন ইউসুফের একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে শুক্রবার সন্ধা ৬টায়। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এবং বিশেষ অতিথি সিসটেক ইউনিমেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.আর.এস.এ.এফ.এম কুদরত-এ-খোদা উপস্থিত থাকবেন। এই প্রদর্শনীতে বিশটি আলোকচিত্রের মধ্যে রয়েছে পদ্মার জীবন ও সংগ্রামের নান্দনিক উৎকর্ষতা ও জনপদের মানুষের জীবনের গল্প।

প্রদর্শনী চলবে ৬ ফেব্রয়ারি পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

প্রসঙ্গত, পদ্মার জীবন ও সংগ্রাম আলোকচিত্র প্রকল্পটি ইতোমধ্যে বিভিন্ন উল্লেখযোগ্য আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে এবং ‘ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের জুপ সোয়ার্ট মাসটার ক্লাস’ এর জন্য মনোনীত হয়েছে। এটি এশিয়ার অন্যতম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব কম্বোডিয়ার সিয়েম রিপে অনুষ্ঠিত ‘অ্যাঙ্কর ফটো ফেসটিভ্যাল’ এর নবম আসরে প্রদর্শিত হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএ/এমসি/শাহ/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর