thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

‘খালেদার বক্তব্যে ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে না’

২০১৪ জানুয়ারি ২৩ ১৬:৫৫:১৮
‘খালেদার বক্তব্যে ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে ভারতের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সচিবালয়ের নিজ দপ্তরে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। এর আগে তিনি ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, ২০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানকে ‘নিষ্ঠুরতা’ হিসেবে অভিহিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘সাতক্ষীরায় অভিযানে আদৌ যৌথবাহিনী ছিল কিনা, তা সঠিক করে কেউ বলতে পারে না, মানুষের মনে অনেক সন্দেহ।’ এ অভিযানে ভারতীয় বাহিনী সহায়তা করেছে বলে সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকা বন্ধ করারও সমালোচনা করেন তিনি।

খালেদা জিয়ার এমন বক্তব্যের পর দু’দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে কিনা-জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ সব কথায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে না। সাবেক বিরোধীদলীয় নেত্রী যা বলেছেন তা ভিত্তিহীন। দু’দেশই এটা জানে।’

বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তিনি কোনো উদ্বেগ প্রকাশ করেননি। এ ন্যক্কারজনক ঘটনাকে আমরা যেভাবে গুরুত্ব দিচ্ছি তা তারা দেখছেন। এ সব পদক্ষেপকে শুধু সন্তোষজনক নয়, পৃথিবীর কোথাও এত দ্রুত পদেক্ষেপ নেওয়া হয় না বলেও জানিয়েছেন হাইকমিশনার।’

আইনমন্ত্রী বলেন, ‘হাইকমিশনার জানিয়েছেন, আগে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তারা যে সহায়তাগুলো বাংলাদেশেকে দিচ্ছিল তা অব্যাহত থাকবে। উত্তরোত্তর দু’দেশের সম্পর্ক আরও ভালো হবে।’

২০০১ সালের নির্বাচনোত্তর সহিংসতার তদন্ত প্রতিবেদন প্রকাশে আদালতের নির্দেশনা ও এ বিষয়ে মন্ত্রীর প্রতিশ্রুতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, ‘আদালতের রুল জারির আগেই আমি ঘাতক-দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বলেছিলাম শাহাবুদ্দিন (অবসরপ্রাপ্ত বিচারক শাহাবুদ্দিন চুপ্পু) কমিশনের তদন্ত প্রতিবেদনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমার সেই প্রতিশ্রুতি এখনও অব্যাহত আছে।’

কতদিনের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘টাইম ফ্রেম দিয়ে আমাকে আবদ্ধ করবেন না। আমি আপনাদের যা বলি তা করার চেষ্টা করি।’

ওই প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা আমার এই অ্যানসারটা (উত্তর) তো জানলেনই।’

এদিকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন ২ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে বুধবার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর