thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কাফরুল থানার ওসিসহ ছয় পুলিশ ক্লোজড

২০১৪ জানুয়ারি ২৩ ১৭:২৬:১৯
কাফরুল থানার ওসিসহ ছয় পুলিশ ক্লোজড

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিভিন্ন থানার ছয়জন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. শফিক, লক্ষ্মীপুরের রায়পুর থানার এএসআই মো. মোহসিন, কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমান, শফিকুল আলম ও পিযুস চন্দ্র পালকে বুধবার রাতে ক্লোজড করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলীকে ক্লোজড করে রাজারবাগ পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পেশাগত দায়িত্ব অবহেলার অভিযোগ রয়েছে। বর্তমানে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমানকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটান এলাকার সোবহানীঘাটে চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট শফিককে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে পিকআপ ভ্যান চালকের কাছে ৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। বুধবার রাত আটটার দিকে নগরীর আম্বরখানা থেকে মো. খলিল মিয়া একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ-১১-১১৭৩) নিয়ে সোবহানীঘাট যাওয়ার পথে সার্জেন্ট শফিক তার কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। চালক ২০০ টাকা দিলে তিনি চালককে সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে মারধর করেন।

এ খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকরা সোবহানীঘাট এলাকায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাফিক সার্জেন্ট শফিককে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ক্লোজড করে পুলিশ লাইনে নিয়ে যান।

এদিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর (এলইজিডি) কক্ষ থেকে টেন্ডারবক্স ছিনতাইয়ের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে এএসআইসহ চারজন পুলিশকে ক্লোজড করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার আবু ইউসূফ জানান, টেন্ডারবক্স ছিনতাইয়ের সময় চারজন পুলিশ কর্তব্যরত থাকলেও তারা কোনো ব্যবস্থাগ্রহণ না করে নিশ্চুপ ছিল। ঘটনা প্রতিরোধ ও জড়িতদের আটক না করায় চার পুলিশকে রায়পুর থানা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

রায়পুরা থানা পুলিশ বলছে, ভাঙচুর করা টেন্ডারবক্সটি উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তবে ছিনিয়ে নেওয়া বক্সে জমা দেওয়া দরপত্রগুলো উদ্ধার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমএইচও/এনডিএস/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর