thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

মগবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন, আটক ১

২০১৪ জানুয়ারি ২৩ ২০:১৯:২৭
মগবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন, আটক ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান রানা (২৮)। তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে জামাল হোসেন নামে এক যুবলীগকর্মীকে আটক করেছে রমনা থানা পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাকে আটক করা হয়।

রাজধানীর রমনা থানার মগবাজার মসজিদ গলিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মাহবুবুর রহমানকে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান পান্না রাত ৮টা ০৫ মিনিটে দ্য রিপোর্টকে রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের বাবার নাম মুজিবুর রহমান। ঢাকার নবাবগঞ্জে তাদের বাসা।

মাহবুবুর রহমান রানার ভাগ্নে রমন জানান, মাহবুবুর রহমান রমনার পূর্ব নয়াটোলা এলাকার ১৬/এম/১ নং বাসায় ভাড়া থাকতেন।

এর আগে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে মগবাজার মসজিদ গলিতে এসে পুলিশ একটি রক্তমাখা রামদা ও দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

তিনি আরও জানান, হামলায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

রমনা থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মগবাজার মসজিদ গলিতে হেলমেট পরা চার যুবক তাকে লক্ষ্য করে প্রথমে কয়েক রাউন্ড গুলি করে। এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা সিএনজি অটোরিকশায় ঘটনাস্থল ত্যাগ করে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/সা/এইচএসএম/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর