thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২২ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

পল্লবীতে পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত

২০১৪ জানুয়ারি ২৪ ০৮:১৪:২০

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্লবী এলাকায় পুলিশের গুলিতে জাবের নামে (২৫) এক ছিনতাইকারী আহত হয়েছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক জাহিদুর রহমান খান জানান, শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে পল্লবী থানার সেকশন ১২, ডি-ব্লকের সিরামিক্স রোডে ৪ ছিনতাইকারী ছিনতাইয়ের জন্য ওতপেতে ছিল। পুলিশ কাছে যেতেই পুলিশকে লক্ষ্য করে ২-৩টি ককটেল ছোড়ে মারে। তখন তাদের প্রতিহত করতে পুলিশ গুলি করে। পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়। বাকি ৩ জন পালিয়ে যায়। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই জাহিদুর রহমান আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল, একটি ছোট দা ও একটি রামদা উদ্ধার করেছে।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/শাহ/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর