thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২২ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা

২০১৪ জানুয়ারি ২৪ ১২:০৩:৩৫
বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা

জামালপুর সংবাদদাতা : স্থানীয় উপজেলা প্রশাসন, নাগরিক সমাজ ও সাংবাদিকরা জামালপুরের বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে। উপজেলা অডিটরিয়ামে বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ সংবর্ধনা মধ্যরাত পর্যন্ত চলে।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ পৌর প্রশাসক এবিএম এহছানুল হক মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান পিপিএম, কৃষি অফিসার মর্তুজ আলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সব চেয়ারম্যান।

সংবর্ধনা শেষে এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এএস/এএল/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর