thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মহার্ঘভাতার প্রজ্ঞাপন জারি

২০১৩ অক্টোবর ০৭ ১৩:৩৮:০৫ ০০০০ 00 ০০ ০০:০০:০০
মহার্ঘভাতার প্রজ্ঞাপন জারি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ২০ শতাংশ হারে মহার্ঘভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

+অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন শাখা থেকে এ বিভাগের অতিরিক্ত সচিব এমদাদুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় সোমবার সকালে।

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর সব কর্মকর্তা-কর্মচারী এ মহার্ঘভাতা পাবেন।

এছাড়া সামরিক বাহিনীর সব সদস্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে এই মহার্ঘভাতা পাবেন। এই ভাতার হার সর্বনিম্ন দেড় হাজার টাকা ও সর্বোচ্চ ছয় হাজার টাকার বেশি হতে পারবে না।

সরকারি চাকরিজীবীদের ২০ শতাংশ মহার্ঘভাতা ১ জুলাই থেকে কার্যকর হবে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর