thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নান্নু মুন্সির লাশ পরিবারের কাছে হস্তান্তর

২০১৪ জানুয়ারি ২৪ ১৪:৫০:৪৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : আবদুল জলিল মুন্সি ওরফে নান্নু মুন্সির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পল্টন থানার উপ-পরিদর্শক শহিদুল্লাহ প্রধানের কাছ থেকে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে নান্নুর বড়ভাই মো. মমিনুল ইসলাম লাশ গ্রহণ করেন।

মমিনুল দ্য রিপোর্টকে জানান, লাশ তাদের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।

রাজধানীর পল্টন থানা সংলগ্ন ট্রাফিক পুলিশ ব্যারাকের ছাদ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নান্নু মুন্সির মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজারবাগ পুলিশ লাইনের পুকুর থেকে নান্নু মুন্সির মাথা উদ্ধার করা হয়। এরপর থেকেই লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এইচএসএম/সা/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর