thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

বেতন ছাড়া কোনো কিছু স্পর্শ করবেন না আজাদ

২০১৪ জানুয়ারি ২৪ ১৭:০৪:৫১
বেতন ছাড়া কোনো কিছু স্পর্শ করবেন না আজাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেতন ছাড়া কোনো কিছু না নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)’র সভাপতি ও সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ।

রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শুক্রবার সকালে এক গোলটেবিল বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, আমার বেতনের বাইরে এমপি হিসেবে আমি আর কিছু স্পর্শ করব না।

তিনি বলেন, দেশে কোনো কিছুর অভাব নেই। অভাব হচ্ছে শুধু দেশপ্রেমের।

আজাদ বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর তার ভাঙ্গা সুটকেস পাওয়া যায়। কিন্তু তার সন্তানের তো শত শত ও সুন্দর সুন্দর সুটকেস।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন এস এম আবুল কালাম আজাদ।

(দ্য রিপোর্ট/এএইচএস/এসবি/সা/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর