thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সাপ্তাহিক গেইনারে আইসিবি ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড

২০১৪ জানুয়ারি ২৪ ১৭:২২:২০
সাপ্তাহিক গেইনারে আইসিবি ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের অধিকাংশ সময় ইউনিট দর বাড়ায় সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহের লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস ফান্ডটি গেইনার তালিকায় স্থান পায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে এ ফান্ডের ইউনিট দর বেড়েছে ২৩.৬৬ শতাংশ। গত সপ্তাহে এ ফান্ডের মোট ১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৩৮ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার ইউনিট। সপ্তাহের শেষ কার্যদিবস এ ইউনিট সর্বশেষ ২৩ টাকায় লেনদেন হয়।

গত সপ্তাহের তিন কার্যদিবস ফান্ডটি গেইনার তালিকায় স্থান পায়। এর মধ্যে গত ২৩ জানুয়ারি এটি তালিকার তৃতীয় স্থানে উঠে আসে। এ দিন এ ইউনিটের দর বাড়ে ৮.৪৯ শতাংশ বা ১.৮ টাকা। গত ২২ জানুয়ারি তালিকার নবম স্থানে থেকে ফান্ডটির দর বাড়ে ৬.৫৩ শতাংশ বা ১.৩ টাকা এবং গত ১৯ জানুয়ারি তালিকার ৭ম স্থানে থেকে ইউনিট দর বাড়ে ৬.৪৫ শতাংশ বা ১.২ টাকা।

এ ছাড়া গত ৭ কার্যদিবসে এ ইউনিটের দর বেড়েছে ৫ টাকা বা ২৭ শতাংশ।

‘এ’ ক্যাটাগরির আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর