thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

২০১৪ জানুয়ারি ২৪ ২০:০৮:১০
চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। শুক্রবার তারা ২-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটেই গোলের দেখা পেয়েছিল আবাহনী। প্রতিপক্ষের বিপদ সীমানায় আল আমিনের কাছ থেকে বল পেয়ে ফেনীর জাল কাঁপিয়েছেন জাবেদ (১-০)। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন জনি (২-০)। হান্নানের ক্রস থেকে দর্শনীয় হেডে গোল করেছেন তিনি। ম্যাচের ৮৯ মিনিটে ব্যবধান কমিয়েছেন ফেনীর বেনিনের ফরোয়ার্ড ওকালাউন।

চট্টগ্রাম আবাহনী ৫ ম্যাচ খেলে এক জয়, এক ড্র ও ৩ ম্যাচে পরাজিত হয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে। সমান ম্যাচ খেলে ৪ পরাজয় ও এক ড্র থেকে এক পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানীতে রয়েছে ফেনী সকার।

(দ্য রিপোর্ট/ওইচ/ জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর