thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ মার্চ 25, ১ চৈত্র ১৪৩১,  ১৫ রমজান 1446

শার্শায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২৪ ২০:৫৫:০৪
শার্শায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) সংবাদদাতা : শার্শার পাঁচভুলোট গ্রামে একটি পুকুর থেকে মিনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মিনাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পানিতে ডুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান শিকদার দ্য রিপোর্টকে জানান, শুক্রবার সকালে পাঁচভুলোট গ্রামের খোরশেদ আলমের বাড়ির পুকুরের পাশে মিনার মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতদেহের সুরতহাল রিপোর্ট অনুযায়ী দেহে আঘাতের চি‎হ্ন পাওয়া গেছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এসআই মতিয়ার রহমান জানান, এ ঘটনায় শার্শা থানায় গৃহবধূ মিনার বাবা বাদী হয়ে একটি মামলা করেছে। ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানান তিনি।

নিহতের বাবা একই গ্রামের আব্দুর রহিম দ্য রিপোর্টকে জানান, মিনাকে তার স্বামী খোরশেদ আলম ও শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে পুকুর ধারে ফেলে রাখে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এসবি/ এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর