thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

একান্ত সাক্ষাৎকারে কাজী জাফর

আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে

২০১৪ জানুয়ারি ২৪ ২৩:৪০:২৮
আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, হতাশার কিছু নেই। গভীর আশাবাদ ও আত্মপ্রত্যয় নিয়ে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো স্থানে গণঅভ্যুত্থানের স্ফুলিঙ্গ জ্বলে উঠতে পারে। সে আগুনের বহ্নিশিখা সারাদেশে ছড়িয়ে পড়তে পারে।

গুলশানের নিজ বাসভবনে শুক্রবার দুপুরে দ্য রিপোর্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

কাজী জাফর আহমদ ১৮ দলীয় জোটে যুক্ত হওয়ার ঠিক একদিন আগে এ সাক্ষাৎকার দিলেন। তিনি বলেন, ‘শনিবার দুপুরে আমাদের দলের নির্বাহী কমিটির বৈঠক। বৈঠকে আমরা ১৮ দলীয় জোটে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা করব। নির্বাহী কমিটিতে সিদ্ধান্ত গৃহীত হলে রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে ১৮ দলে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

কাজী জাফর আহমদ বলেন, ‘আজ ২৪ জানুয়ারি। সুমহান গণঅভ্যুত্থান দিবস। আইয়ুবের মার্শাল ল’ সরকার যখন বাংলাদেশের জনগণের ওপর তাদের বিজাতীয় শাসন ও শোষণ নিয়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, তখন কোথাও কোনো আশার আলো দেখা যাচ্ছিল না। আজকের মতোই হতাশা আর অমানিশার ঘোর অন্ধকার রাজনীতিকে গ্রাস করে নিয়েছিল। ঠিক সেই মুহূর্তে ২০ জানুয়ারি আমাদের সংগঠনের (ছাত্র ইউনিয়ন) কমরেড আসাদের আত্মদানের মধ্য দিয়ে শুরু হয়েছিল অভ্যুত্থান।’

তিনি বলেন, ‘এই একটি স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সারাদেশে। গণঅভ্যুত্থানের লেলিহান শিখা আইয়ুবের মসনদকে ছারখার করে দিয়ে সূচনা করেছিল সার্থক আন্দোলনের। ২০ জানুয়ারি আসাদ ও ২৪ জানুয়ারি নবকুমার হাইস্কুলের ছাত্র মতিউরের শাহাদাতের মধ্য দিয়ে এ আন্দোলন চরম শিখরে পৌঁছে। পতন হয় আইয়ুবের।’

তিনি বলেন, ‘আজকেও মনে রাখতে হবে একদলীয় বাকশালী ও ফ্যাসিবাদী শাসনে জন-জীবন অতিষ্ঠ, চারদিকে আশার আলো দেখা যাচ্ছে না। তাই আমাদের ’৬৮-৬৯ সালের কথা মনে রাখতে হবে। আজকেও যে কোনো স্থানে স্ফুলিঙ্গ সৃষ্টি হলে সেখান থেকে গণঅভ্যুত্থানের বহ্নিশিখা সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। তাই হতাশা নয়, গভীর আশাবাদ ও বলিষ্ঠ আত্মপ্রত্যয়ের মাধ্যমে চলমান আন্দোলনকে আমাদের গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যেতে হবে।’

হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি প্রসঙ্গে কাজী জাফর বলেন, ‘আমাদের এখানে অনেকেই আসতে চায়, আমরা শর্টকাট রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের রাজনীতি শাশ্বত সত্যের উপর প্রতিষ্ঠিত। একদিন এরশাদ সাহেবের জাতীয় পার্টির সকল নেতাকর্মীই আমাদের জাতীয় পার্টিকে প্রকৃত জাতীয় পার্টি মনে করবে।’

(দ্য রিপোর্ট/ সাআ/এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর